আগরতলা : রাজ্যে এডহক প্রমোশন প্রাপ্ত সরকারি কর্মচারীদের রেগুলার প্রমোশন প্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রীসভা। সোমবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি মুখ্যমন্ত্রী সোমবার মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা ও মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনার সুচনা করেন। তার জন্য রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।





