আগরতলা : আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ আগস্ট কলেজ প্রাঙ্গণে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি উন্মোচন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।সুবর্ণ জয়ন্তীর অংশ হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “কলেজের ইতিহাসকে মনে রাখতে হবে। যারা ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাস তৈরি করতে পারে না।” তিনি আরও বলেন, জীবনে অনেক কিছু দান করা যায়, কিন্তু রক্তদান মানেই জীবন দান।মেয়র দীপক মজুমদার ছাত্র-ছাত্রীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “রক্তদান জীবনের শ্রেষ্ঠ দান, এ ধরনের শিবির রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে।” একই সঙ্গে তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের চিন্তাধারাকে সামনে রেখে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।