আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো সংঘ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। তবে গোলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে চলো সংঘ শেষ পর্যন্ত ২-০ গোলে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করে।উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ের মাধ্যমে এগিয়ে চলো সংঘ পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল। মাঠে উপস্থিত সমর্থকদের করতালিতে খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উজ্জ্বল হয়ে ওঠে।