Site icon northeast8.com

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো সংঘ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। তবে গোলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে চলো সংঘ শেষ পর্যন্ত ২-০ গোলে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করে।উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ের মাধ্যমে এগিয়ে চলো সংঘ পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল। মাঠে উপস্থিত সমর্থকদের করতালিতে খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উজ্জ্বল হয়ে ওঠে।

Exit mobile version