আগরতলা : কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হলো শিলচর ডিভিশন ক্লাস্টার স্তরের কলা উৎসব। ত্রিপুরার দশটি কেন্দ্রীয় বিদ্যালয়ের মোট ১০২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এদিনের উৎসবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত নাটক একাডেমির প্রজেক্ট ডিরেক্টর সর্বানি নন্দী। এছাড়াও অনুষ্ঠানে কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মনোজ কুমার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।উৎসবে একক নৃত্য, সমবেত নৃত্য, পেন্টিং, স্টোরি টেলিং সহ মোট বারোটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কলা উৎসবের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন সংস্কৃতির শিল্পকলার বহুমুখী প্রতিভা উপস্থাপন করার সুযোগ পায়। একই সঙ্গে দেশপ্রেমের চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে এই উৎসব বিশেষ ভূমিকা রাখছে।
