আগরতলা : নব রূপে সজ্জিত উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসাদ প্রকল্পের অর্থে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলতে রাজ্যের কোষাগার থেকেও দেওয়া হয় অর্থ। নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন ছিল শুধুই সময়ের অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। সোমবার আরুনাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে বিকাল ৩ টায় এমবিবি বিমান বন্দরে পৌঁছান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমবিবি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এমবিবি বিমান বন্দরে সময় নষ্ট না করে প্রধানমন্ত্রী বায়ু সেনার হেলিকপ্টারে করে উদয়পুরের পালাটানা ওটিপিসি-তে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী পৌঁছান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। উদয়পুরের ব্রহ্মা বাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লাগানো হয় গেইট। সেখান থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত রাস্তার দুই পাসে হাজার হাজার মানুষ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে শাঁক বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মাতার বাড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। মাতার বাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে সেখানে ছবি প্রদর্শনী ঘুরে দেখেন। সাথে ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য আধিকারিকরা। ছবি প্রদর্শনী ঘুরে দেখার পর মাতার বাড়িতে মায়ের পূজা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতার বাড়িতে মা ত্রিপুরা সুন্দরী মায়ের পূজা দেওয়ার পর প্রধানমন্ত্রী নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করে মায়ের মন্দিরকে সকলের জন্য উন্মুক্ত করে দেন। সাথে ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুনঃরায় সড়ক পথে পালাটানা ওটিপিসি-তে পৌঁছান। সেখান থেকে বায়ু সেনার হেলিকপ্টারে করে এমবিবি বিমান বন্দরে পৌঁছান। তারপর এমবিবি বিমান বন্দর থেকে বায়ু সেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন।