31.3 C
Agartala
Wednesday, July 16, 2025

Buy now

spot_img

ধরতি আভা অভিযানে ৭৭৯ গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার সবসময় জনজাতিদের কল্যাণে কাজ করছে। জনজাতিদের প্রকৃত উন্নয়ন না হলে উৎকর্ষ মানের ত্রিপুরা গড়ে তোলা যাবে না। এর পাশাপাশি বেকারদের কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে এই সরকার।

আজ জিরানিয়া মহকুমার বেলবাড়ি আরডি ব্লকের অধীন গোবিন্দ কমিউনিটি হলে আয়োজিত ধরতি আভা জন ভাগিদারী অভিযানের জেলা ভিত্তিক মেগা প্রচার কর্মসূচির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি। তাই জনকল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সরকার। মন্ত্রী থেকে শুরু করে সকল জনপ্রতিনিধিগণ নিরন্তর জনগণের জন্য কাজ করে চলেছেন।

রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে বিরোধীদের আনীত ভিত্তিহীন বক্তব্য ও অভিযোগেরও তীব্র সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন না হলে দেশ উন্নত হবে না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রায় ৭০০ জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করছেন তিনি। আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতিও জনজাতি সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন। আর ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকে রাজপরিবারের এক সদস্যকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। আর এসব সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্য। দেশের পরিকাঠামো উন্নয়ন, দেশকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য কাজ করছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে কীভাবে দেশে দুর্নীতি কেলেঙ্কারি হয়েছিল সেটা মানুষ প্রত্যক্ষ করেছে। আর ২০১৮ সালের আগে ত্রিপুরা রাজ্যেও একই ঘটনা ঘটেছিল। তারা শুধু জনজাতি সম্প্রদায়কে ভোট ব্যাংক রাজনীতির জন্য ব্যবহার করেছে। কিন্তু এখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার জনজাতি সহ সকল অংশের জনগণের বিকাশের লক্ষ্যে কাজ করছে। জনজাতিদের আত্মনির্ভর করার ভাবনা নিয়ে কাজ করছে এই সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মন কি বাত কার্যক্রমের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন, আমরাও সেই দিশায় কাজ করছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার জনকল্যাণের দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জন্য কাজ করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বহু জনমুখী প্রকল্প রয়েছে। জনসাধারণের সার্বিক কল্যাণে প্রচুর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসকল প্রকল্প ঠিকভাবে বাস্তবায়িত করা হচ্ছে কিনা সেটাও নজর রেখে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরও বলেন, ত্রিপুরায় বর্তমান রাজ্য সরকার পানীয় জল থেকে শুরু করে জনজাতি শিক্ষার্থীদের হোস্টেল, জনজাতিদের জন্য বহুমুখী বিপণন কেন্দ্র, জমির পাট্টা প্রদান, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সড়ক নির্মাণ সহ বিভিন্ন সুবিধাভোগী স্কিম প্রদানের ব্যবস্থা করছে। ধরতি আভা জন ভাগিদারী অভিযান প্রকল্পে রাজ্যের ৮টি জেলায় ৫২টি ব্লকের ৩৯২টি রাজস্ব গ্রামে ৭৭৯টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে। এই কার্যক্রমে রাজ্যের ২০টি দপ্তরকে যুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরই ব্রু শরণার্থীদের দীর্ঘ প্রায় ২৩ বছরের সমস্যা সমাধানে সদর্থক উদ্যোগ নিয়েছিল। অথচ পূর্বতন বামফ্রন্ট সরকার তাদেরকে ক্রমাগত অবহেলা করেছিল এবং তাদের সমস্যা সমাধানে কোন ধরণের উদ্যোগ নেয়নি। আমাদের সরকার তাদের সমস্যা সমাধান করে তাদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করেছে। যদিও তাদের কিছু সমস্যা রয়েছে বলে তারা আমাকে অবহিত করেছেন। তাই তাদের প্রতিনিধিদের সাথে দেখা করে সমস্যাগুলি সম্পর্কে আমি অবগত হই। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের সমস্যা সমাধান করার জন্য সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছি। ডাঃ সাহা আরো জানান, বর্তমান রাজ্য সরকার যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার সরকারি চাকরি প্রদান করেছে এই সরকার। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো অনেককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

                                    অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলাধিপতি বিশ্বজিত শীল, বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশী কুমার, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পদস্থ আধিকারিকগন। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে বেনিফিসিয়ারীদের হাতে আর্থিক সহায়তা হিসেবে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles