Site icon northeast8.com

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য ব্যাপী গন অবস্থান প্রদেশ কংগ্রেসের একাধিক শাখা সংগঠনের

আগরতলা  : বৃহস্পতিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য ব্যাপী গন অবস্থান সংগঠিত করল প্রদেশ কংগ্রেসের একাধিক শাখা সংগঠন। রাজধানী আগরতলা শহরের রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই গনঅবস্থান সংগঠিত করা হয়। নেশা কারোবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি দপ্তরের সকল শূন্য পদ পূরণ, সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ বন্ধ করা, ধর্ষণ, খুন সহ সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান, ১২৫ তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাস করানো, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান, অটো, টমটম, ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশচুম্বী মূল্যবৃদ্ধি হ্রাস করার দাবিতে এই গনঅবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ সহ অন্যান্যরা। গনঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সুদিপ রায় বর্মণ বলেন বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে ৫১ হাজার শূন্য পদ রয়েছে। অথচ সরকারে আসার পূর্বে বিজেপি বছরে ৫০ হাজার চাকুরি প্রদানের আশ্বাস দিয়েছে। কোথায় গিয়েছে সেই প্রতিশ্রুতি। বর্তমানে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ২ থেকে ৩ বছর লেগে যায়। নার্সিং পাশ করা ছেলে মেয়েরা বর্তমানে চাকুরির জন্য ঘুরে বেড়াচ্ছে। সরকারি চাকুরির জন্য পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা নেওয়ার পূর্বে ঠিক হয়ে যায় কারা কারা পরীক্ষায় পাশ করবে।

Exit mobile version