আগরতলা : বি.এস.এফ-এর হীরক জয়ন্তী দিবস উপলক্ষে বুধবার সংগঠিত করা হয় বাইক র্যালি। আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্প থেকে শুরু হয় এই বাইক র্যালি। বাইক র্যালি গোকুলনগর বিএসএফ ক্যাম্পে গিয়ে শেষ হয়। এইদিনের বাইক র্যালিতে প্রায় শতাধিক বিএসএফ জওয়ান বাইক নিয়ে অংশ গ্রহণ করে। এইদিনের বাইক র্যালির মূল উদ্দেশ্য হলো বিএসএফ-এর কাজের বিষয়ে ত্রিপুরার মানুষকে সচেতন করা। বিএসএফ-এর আইজি অলোক কুমার চক্রবর্তী রাজ্যের যুবকদের বিএসএফ-এ যোগদান করে দেশের জন্য ও নিজের জন্য কাজ করার আহ্বান জানান।





