16 C
Agartala
Sunday, December 14, 2025

Buy now

spot_img

সহজ নয় ব্যান্ড বাজানো কিংবা শিখা মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে  রাজ্য স্তরের আন্তঃস্কুল ব্যান্ড প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয় বুধবার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন খেলাধুলার একটি পার্ট হল ব্যান্ড। ব্যান্ড প্রতিযোগিতায় রাজ্যের ছেলে মেয়েরা জাতীয় স্তরে অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছে। এইটা গর্বের বিষয়। ব্যান্ড প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। ব্যান্ড বাজানো কিংবা শিখা সহজ নয়। ২০১৭ সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রনালয় এই ধরনের ব্যান্ড প্রতিযোগিতা চালু করে। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই ব্যান্ড প্রতিযোগিতা চালু করা হয়। পড়ালেখার পাশাপাশি ছেলে মেয়েরা যত বেশি খেলা ধুলা নৃত্য, গান কিংবা ব্যান্ডের সাথে যুক্ত হবে তত বেশি ভালো হবে। কারন এতে করে ছেলে মেয়রা নেশার করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারবে। এইদিনের ব্যান্ড প্রতিযোগিতায় সমগ্র রাজ্যের ১২ টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles