Site icon northeast8.com

সহকার ভারতী ত্রিপুরা প্রান্ত-র দ্বিতীয় প্রান্ত অধিবেশন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেসক্লাবে

আগরতলা : সহকার ভারতী ত্রিপুরা প্রান্ত-র দ্বিতীয় প্রান্ত অধিবেশন অনুষ্ঠিত হয় শনিবার। এই দিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ গ্রহণ করে। অধিবেশনে উপস্থিত ছিলেন সহকার ভারতীর কর্মকর্তারা। এইদিনের অধিবেশন সম্পর্কে জানাতে গিয়ে সংগঠনের রাষ্ট্রীয় সংগঠনমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে পর্যটনের ভালো সুযোগ রয়েছে। পর্যটন ক্ষেত্র বৃদ্ধি করা সম্ভব। ত্রিপুরা রাজ্যে সবজি ও ফল ভালো উৎপাদন হলে সেভাবে মূল্য পাওয়া যায় না। ত্রিপুরায় যে আনারস ১০ থেকে ২০ টাকায় পাওয়া যায় সেই আনারস মুম্বাইয়ে ১০০ থেকে ২০০ টাকায় ক্রয় করতে হয়। ত্রিপুরা রাজ্যের স্ব-সহায়ক দল গুলির উৎপাদিত সামগ্রির বাজার যাতে পাওয়া যায় সেই জন্য সহকার ভারতি প্রয়াস করবে। সহকার ভারতি আগামিদিনে মহিলাদের প্যাকেজিং-এর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবে।

Exit mobile version