আগরতলা : ৪০০ বছর পুরনো এই মাজারের দেখাশোনা করছে এলাকার হিন্দু মুসলিম উভয় ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোক । গত ১০ বছর ধরে এলাকার হিন্দু মুসলিম প্রায় ৪০ জনের একটি পরিচালনা কমিটি এই মাজারের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নানাহ সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে । এবছরও আগামী ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত চারদিন ব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে ।পাশাপাশি সামাজিক কর্মসূচি হিসাবে মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ।এই সাংস্কৃতিক অনুষ্ঠান চারদিন ব্যাপী চলবে । রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলার তুষার কান্তি ভট্টাচার্য, নিতু দে ঘোহ, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য ও জসীম উদ্দিন ।রবিবার এক সাংবাদিক সম্মেলনে সমস্ত বিষয় তুলে ধরেন মাজার পরিচালন কমিটির সভাপতি সুবল দাস, সহ সভাপতি শাজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সেলিম মিয়া এবং গফুর মিয়া।
