আগরতলা : ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সকল মোর্চার সভাপতি ও সভানেত্রী সহ অন্যান্যদের নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। ত্রিপুরা প্রদেশ প্রভারী (ডাঃ) রাজদ্বীপ রায় এবং ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু এর সৌজন্যে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনগুলিতে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।





