আগরতলা : আজ সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রুপম রায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ভারতীয় ব্যাংকগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে আগামী দিনে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হবে । তিনি জানান দ্রুত কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যাংক গুলিকে বেসরকারি করনের দিকে ঠেলে দিচ্ছে তাতে আগামী দিনে সাধারণ মানুষের অর্থনীতি বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে । কারণ ব্যাংকের আমানতের ৭০ শতাংশই সাধারণ মানুষের অর্থ নিয়োজিত। সে ক্ষেত্রে সাধারণ মানুষ ব্যাংক থেকে চড়া সুদে ঋণ পাচ্ছে, অথচ কর্পোরেটরদের কম সুদে ঢালাও ঋণ দেওয়া হচ্ছে । তাই সংগঠন প্রবাহমান ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে জনগণকে প্রতিনিয়ত অবগত করার চেষ্টা করছে। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ. আই. বি. ওসির রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত।





