আগরতলা : ৮ নভেম্বর নারিকেলকুঞ্জে প্রমো ফেস্টের সূচনা হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলন জানান সমগ্র রাজ্যের পর্যটন কেন্দ্র গুলিতে প্রমো ফেস্ট সম্পন্ন করার পর ফাইন্যাল অনুষ্ঠান ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউডের বিখ্যাত গায়ক জুবিন নটিয়ালের লাইভ কনসার্ট। উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ১২ ডিসেম্বরের অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সকলের প্রতি সহযোগিতা করার আহ্বান পর্যটন মন্ত্রী।





