Site icon northeast8.com

দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন প্রকল্প লাগু রয়েছেঃরাম প্রসাদ পাল

আগরতলা : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে উদযাপন করা হয় আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। রাজধানীর ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলে এই দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পৌর নিগমের পূর্ব জোনালের চেয়ারম্যান সুখমর সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক দীপক লাল সাহা সহ অন্যান্যরা। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল বলেন দেশের প্রধানমন্ত্রী সকল অংশের মানুষের প্রতি নজর রাখছেন। দিব্যাঙ্গরা যদি সমাজে স্বাভাবিক ভাবে জীবন জাপন করতে না পারে তাহলে দেশ বিশ্বের শ্রেষ্ঠ আসনে আসিন হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাড়াতে পারে। দিব্যাঙ্গদেরকেও অন্যান্য মানুষের ন্যায় জীবন যাপন করার সুযোগ দিতে হবে। তবেই দেশ বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসতে পারবে।

Exit mobile version