Site icon northeast8.com

গ্রেপ্তার হওয়া সিপিআইএম কর্মীদের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা : সম্প্রতি উড়াল পোলের উপর দিয়ে পায়ে হেটে সিআইটিইউ-র কর্মসূচিতে সামিল হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিপিআইএম এর চারজন কর্মী সমর্থককে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া সিপিআইএম কর্মীদের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কথা বলেন গ্রেপ্তার হওয়া সিপিআইএম কর্মীদের পরিবারের লোকজনদের সাথে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান ১০ নভেম্বর আগরতলা শহরের সি আই টি ইউ-র যে সমাবেশ হয়েছিল, তা দেখে বিজেপি এবং বিজেপি সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে রাজধানীর অরুন্ধতী নগর, কবিরাজ টিলা সহ কয়েকটি এলাকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুরু দায়িত্ব পালন করা নেতৃত্বদের গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করে বুঝা গেছে তারা মাথা নত করবে না।

Exit mobile version