আগরতলা : সম্প্রতি প্রয়াত হয়েছিলেন সাড়া ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা। বুধবার প্রয়াত গৌরাঙ্গ ঠাকুরতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাড়া ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাড়া ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। সভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত গৌরাঙ্গ ঠাকুরতার পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পড়ে সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন প্রয়াত গৌরাঙ্গ ঠাকুরতা যখন পড়ালেখা শেষ করেছিলেন সেই সময় সরকারি চাকুরি করার সুযোগ কম ছিল না। চাইলে সেই সময় তিনি একটি সরকারি চাকুরির ব্যবস্থা করে নিতে পারতেন। কিন্তু গৌরাঙ্গ ঠাকুরতা আত্ম কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে কমিউনিস্ট আন্দোলন থেকে নিজেকে পিছিয়ে নেন নি। জীবনের বেশির ভাগ সময় কৃষক আন্দোলনের মধ্যদিয়ে অতিবাহিত করেছেন গৌরাঙ্গ ঠাকুরতা।





