আগরতলা : ২৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এম.বি.বি বিমান বন্দর থেকে ৩৯ টি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে। বুধবার বিমান বন্দরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান এমবিবি বিমান বন্দরের অধিকর্তা কৃষাণ মোহন নেহেরা। তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন ১৫ ডিসেম্বর পর্যন্ত একটি করে ইন্ডিগোর বিমান বাতিল হবে। এই বিষয়ে যাত্রীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। যেসব যাত্রীরা বিমান বন্দরে আসছেন তারা প্রত্যেকে বিমান পাচ্ছেন।তিনি জানান, ইন্ডিগো বুধবার আগরতলা থেকে দিল্লি একটি অতিরিক্ত বিমান দিয়েছে। যেসব যাত্রীরা আগে যেতে পারেন নি তাদের জন্য। বিমান বাতিলে যাত্রীদের কিছু অসুবিধা হয়েছে। সেই অসুবিধা যাতে কম হয় সেজন্য বসার জায়গা, পানীয় জল সহ অন্য ব্যবস্থা করা হয়েছে।





