Site icon northeast8.com

উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শহর আগরতলায়

আগরতলা : উমাকান্ত এলামনির উদ্যোগ উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এতে এলামনির আট থেকে আশি—সকল বয়সের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে করে।এই দিনের এই শুভযাত্রাতে উপস্থিত ছিলেন উমাকান্ত এলামনির সভাপতি শুভব্রত দেব প্রাক্তন সভাপতি তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন শুভাশীষ মজুমদার সাধারণ সম্পাদক উমাকান্ত একাডেমী এলামনি।

Exit mobile version