Site icon northeast8.com

উত্তর পূর্ব ভারত মুয়াইথাই এবং কে ওয়ান চ্যাম্পিয়নশিপ বুধবার থেকে শুরু হয় এনএসআরসিসি বক্সিং হলে

আগরতলা : সিএসডি ফাউন্ডেশন, অল ত্রিপুরা অ্যামেচার মুয়াইথাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায়

উত্তর পূর্ব ভারত মুয়াইথাই এবং কে১ চ্যাম্পিয়নশিপ বুধবার থেকে শুরু হয় এনএসআরসিসি বক্সিং হল, আগরতলায়। উক্ত প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ বলেন, বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে খেলাধুলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন স্পোর্টম্যান হওয়ায় অনেক বিশেষ নজর দিচ্ছেন খেলাধুলা উন্নয়নে। খেলোয়ারদের কথা চিন্তা করে রাজ্য সরকার ইন্সুরেন্স চালু করেছে। পাশাপাশি প্রাক্তন খেলোয়ারদের সম্মান জানাতে বিভিন্ন স্টেডিয়ামের নাম তাদের নামে রাখা হচ্ছে। তিনি দিন খেলোয়ারদের নেশা থেকে দূরে থাকতে পাশাপাশি অন্যদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে নেশা থেকে বিরত থাকতে আহ্বান রাখেন।তাছাড়া উপস্থিত ছিলেন,অল ত্রিপুরা অ্যামেচার মুয়াইথাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সিনহা সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চলের প্রায় ১৫০ জনের মতো প্রতিযোগী প্রতিযোগীনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Exit mobile version