Site icon northeast8.com

আমতলীতে পুলিশের সাফল্য, মতিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

আগরতলা : আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে মতিনগর এলাকায় মঙ্গল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট।এই অভিযান পরিচালনা করেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। উপস্থিত ছিলেন আমতলী মহকুমার এসডিপিও পারমিতা পান্ডে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় তবে অভিযুক্ত পলাতক।পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ষাট লক্ষাধিক টাকা হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জমা করা হয়েছিল।এসডিপিও পারমিতা পান্ডে জানান, “মাদক বিরোধী অভিযানে পুলিশ সর্বদা তৎপর। সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Exit mobile version