আগরতলা : আমতলি থেকে আগরতলা শহরে ভিক্ষা করতে এসে হারালেন নিজের কোলের সন্তানকে। ঘটনা বুধবার সন্ধ্যায় আগরতলার শিশুবিহার স্কুলের সামনে। সন্তান হারা মা দীপালি শিল জানান ওনার স্বামী রাজ মিস্ত্রির যোগালির কাজ করত। বর্তমানে অসুস্থ। তাই দুই শিশু সন্তানকে নিয়ে আগরতলা শহরে ভিক্ষা করতে এসেছিলেন। শিশু বিহার স্কুলের সামনে দুই সন্তানকে রেখে শৌচালয়ে যান। শৌচালয় থেকে ফিরে আসার পর বড় ছেলে জানায় তার ছোট ভাইকে এক মহিলা কোলে নিয়ে অটোতে উঠে চলে গেছে। এই কথা শুনার পর দীপালি শিল কান্নায় ভেঙ্গে পড়েন। মায়ের কান্না দেখে বড় ছেলেও কান্না শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি জানার পর পুলিসকে খবর দেয়। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আগরতলা শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে।





