আগরতলা : দশম উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন-এর চার দিবসীয় অনুষ্ঠানমালা এবার আগরতলায় হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায় ১২৫ জন প্রতিনিধি (লিটল ম্যাগাজিনের সম্পাদক এবং লেখক) এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি এই চার দিনের কর্মসূচীতে হাজির থাকছেন। সম্পূর্ণ আমন্ত্রণমূলক এই সম্মেলনটি বিগত ২০২১ সালেও সফল ভাবে একবার আগরতলায় অনুষ্ঠিত হয়েছিল।
এবারের আয়োজনটি আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা পাঁচটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের নানা ভাষার পাঁচজন বিশিষ্ট সম্পাদক। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি (উড়িষ্যা হাইকোর্ট) শুভাশিস তলাপাত্র মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন কমিটির সভাপতি সমীরণ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে “পৌণমী” সম্পাদক নিলিপ পোদ্দারকে ও বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী অপরেশ পালকে সম্বর্ধিত করা হবে।২৭ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে দশটা থেকে দিনভর আলোচনা, কবিতা পাঠ, সহ নানা অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য এই সম্মেলনে কমপক্ষে দেড়শোটি লিটল ম্যাগাজিন তাদের সম্ভার সম্মেলন স্থলে “টেবিল-স্পেস” এর মাধ্যমে মেলে ধরবেন। এখানে আদান-প্রদান, ক্রয়-বিক্রয় সবই চলবে। দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-উত্তরপূর্বে লিটল ম্যাগাজিন অতীত-বর্তমান ও ভবিষ্যত। এছাড়াও আলোচনা হবে-উত্তরপূর্বের জনজাতি ভাষায় প্রকাশিত লিটল ম্যাগাজিন-ইত্যাদি নানা বিষয়ে। এছাড়া আমন্ত্রিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, লিটল ম্যাগাজিন সম্পাদকদের আড্ডা ও আলাপচারিতা।তৃতীয় দিন ২৮ ডিসেম্বর, শুক্রবারও সকাল সাড়ে দশটায় সম্মেলন শুরু হয়ে সারাদিন আলোচনা, গল্প নিয়ে আড্ডা ইত্যাদি নানা বিষয় থাকবে। আর্ন্তভাষা অনুবাদ, ভাষাচর্চা ও ভাষাবিরোধ এসব নানা বিষয়েও আলোচনা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সম্মেলনের বিশষ আকর্ষণ থাকবে একটি দুই দিন ব্যাপী চিত্র কর্মশালার উদ্বোধন। এতে মোট পাঁচজন শিল্পী অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিল্পী সমীর আইচ এই উপলক্ষে আগরতলায় আসছেন এবং কর্মশালায় তিনিও অংশগ্রহণ করবেন।চতুর্থ তথা অন্তিম দিন, ২৯ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১০.৩০-এ সম্মেলন শুরু হবে এবং দিনভর চলবে আলোচনা। বিষয় এর মধ্যে থাকছে, ভারতীয় সাহিত্যে উত্তরপূর্বের লেখালেখি; প্রচ্ছদ শিল্পের ক্রমবিবর্তন ও লিটল ম্যাগাজিন ইত্যাদি। এছাড়া দশ বছর ধরে চলে আসা এই সম্মেলনটি নিয়ে স্মৃতিচারণা, ব্যবচ্ছেদ ইত্যাদি। সবশেষে অনুষ্ঠিত হবে চারদিন ব্যাপি এই লিটল ম্যাগাজিন সম্মেলনের- আনুষ্ঠানিক সমাপ্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান সংস্থার কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সমীরন রায়, যুগ্ম আহবায়ক কাকলি গঙ্গোপাধ্যায় ও শুভব্রত দেব সহ-সভাপতি অজিত দেববর্মা।





