আগরতলা : ভিক্ষার থালা নিয়ে আই.জি প্রিজনের অফিসের সামনে আন্দোলনে সামিল জেল ওয়ার্ডেন পদে চাকুরি প্রত্যাশীরা। চাকুরি প্রত্যাশীদের বক্তব্য ২০২২ সালে জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য কারা দপ্তর থেকে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। শারীরিক পরীক্ষার পর চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয় নি। লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার জন্য একাধিকবার তারা আই.জি প্রিজনের দ্বারস্থ হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয় নি। তাই এইদিন ফের একবার চাকুরি প্রত্যাশীরা সকলে আই.জি প্রিজনের দ্বারস্থ হয়েছে। তারা জানায় তারা দপ্তরের মন্ত্রীর নিকট ভিক্ষা চাইছে, যেন তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।





